অবতক খবর , পিন্টু প্যাটেল , পূর্ব বর্ধমান :- জাতির জনক মহাত্মা গান্ধির ১৫১তম জন্মদিবস উপলক্ষ্যে গোটা দেশ জুরে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ,পূর্ব বর্ধমান জেলা এবং বর্ধমান শহরেও ।বিভিন্ন জায়গায় শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।ঠিক সেই সময় অগ্নিযুগের আর এক বীর ভগত সিংহের মূর্তি অবমাননা বর্ধমান শহরের প্রানকেন্দ্রে ।
বর্ধমান জংশন স্টেশন এলাকায় ভগত সিংহের এই আবক্ষ্য মূর্তিটি রয়েছে ।এবং সেই আবক্ষ মূর্তির মুখ ঢেকে যাচ্ছে ক্রমশ বিভিন্ন বানিজ্যিক সংস্থার দৌলতে ।এবং সেখানে যে সহিত বেদি রয়েছে এবং যে মূর্তি রয়েছে সেই মূর্তি চত্বর সমস্ত জামা কাপরে ঢাকা পরে গিয়েছে ।এবং বিপ্লবির যে পুনঃবয় আবক্ষ্য মূর্তি রয়েছে সেই মূর্তির প্রাঙ্গন অত্যন্ত অপরিচ্ছন্ন ।বানিজ্যিক সংস্থার দখলে চলে গিয়েছে বিপ্লবি মূর্তির প্রাঙ্গন।একদিকে মহাত্মা গান্ধির গোটা দেশ জুরে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে ।আর একদিকে অগ্নিযগের আর এক বিপ্লবি ভগত সিংয়ের মূর্তি অবমাননার মুখে ।