অবতক খবর , নরেশ ভকত , বাঁকুড়া : সদ্য পাশ হওয়া কেন্দ্রীয় কৃষি বিলের বিরোধীতায় পথে নামলো বাম ও কংগ্রেস এর যৌথ মঞ্চ। শুক্রবার সারা রাজ্যের মতো বাঁকুড়াতেও কেন্দ্রীয় কৃষি বিলের বিরোধীতায় যৌথ আন্দোলনে নামলো বাম-কংগ্রেস।
এদিন পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী শুক্রবার সকালে বাঁকুড়া শহরের কেরানীবাঁধে দুর্গাপুর-খড়্গপুর জাতীয় সড়ক অবরোধ করেন বাম কংগ্রেস নেতা কর্মীরা। এই অবরোধ কর্মসূচীর নেতৃত্ব দেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের ক্ষেত মজুর সংগঠনের রাজ্য সম্পাদক অমিয় পাত্র। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় কৃষি বিল, শুধু কৃষক বিরোধী নয়, জনবিরোধী দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সব থেকে বড় ফড়ে’ বলে অভিযোগ করেন।
তিনি আরো বলেন, এ লড়াই বহুজাতিক কর্পোরেট সংস্থা বনাম কৃষক ও সাধারণ জনগণের। এবার চাল, ডাল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বাড়বে বলেও তিনি জানান। অন্য শুধু বাঁকুড়া জেলা শহরই নয় জেলার সারেঙ্গা, রাইপুর, বিষ্ণুপুর,বড়জোড়া সহ বিভিন্ন এলাকায় চলে কর্মসূচী।