অবতক খবর,১৩ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:আমরা জানি মাছে ভাতে বাঙালি। কিন্তু বাঙালির খাবারের পাতেও বোধহয় প্রতিদিন মাছ ভাত কিংবা মাংস প্রযোজ্য নয়।

মাঝেমধ্যেও সবুজ শাকসবজির চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু সেই শাক সবজির খাওয়ার চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা।
বেশ কিছুদিন ধরেই বাজারের সবজির দাম বাড়ছে হাত ছোঁয়ালিয় বোঝা যাচ্ছে পকেটের ঠিক কত টান পরছে। মন্তেশ্বর বাজারে সবজির যা দাম তাতেই রান্না করাই দায়। মন্তেশ্বর ব্লকের চার পাঁচটি সবজির বাজারের মধ্যে একটি বড় সবজির মন্তেশ্বর বাজার ।

মন্তেশ্বরের এই সবজির বাজার আশপাশের ১৫থেকে ২০ টি গ্রামের মানুষজন এই বাজারে সবজির বাজার করে। মন্তেশ্বহর এই সবজির বাজারে কাটোয়া, পূর্বস্থলী, মেমারি ,সহ বিভিন্ন জায়গা থেকে সবজি ব্যবসায়ীরা বিভিন্ন সবজি নিয়ে বিক্রয় করতে আসে। এই সবজির বাজারে ক্রেতা, বিক্রেতা প্রচুর সমাগম হয়।
তাই আজ মন্তেশ্বরের কাঁচামালের সবজির বাজারে সবজির কেজিপ্রতি দর
আলু কেজিপ্রতি ৩০টাকা থেকে ৩২টাকা ।
পটল ৩০ টাকা থেকে ৩৫টাকা
ঝিঙে ৬০টাকা
উচ্ছে ১০০টাকা
বেগুন ৬০টাকা
কাঁচা লঙ্কা ১৫০টাকা
কুমড়ো কেজিপ্রতি ৪০টাকা
টমাটো কেজিপ্রতি ৮০টাকা থেকে ১০০টাকা।
সবজির এই দাম বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস হয়ে উঠেছে আমজনতার। সাত সকালে সবজির ব্যাগ হাতে নিয়ে বাজার গেলে পুরো ব্যাগ ভর্তি হচ্ছে না এমনটাই জানাচ্ছে ক্রেতারা।
বিক্রেতারা আবহাওয়াকে দায়ী করে জানান কিছুদিন আগে হঠাৎ বন্যায় সবজির গাছপালা সব নষ্ট হয়ে যাওয়ায়, সবজির জোগান সেই রকম পাওয়া যাচ্ছে না।

ক্রেতারা জানান এই সময় ভাদ্র মাস সাধারণ খেটে খাওয়া মানুষজনদের কাজ কম থাকায় ,টাকা পয়সা ও হাতে কম, সবজির দাম টা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকলে ভালো হয় বলে জানান তারা।