সময়ের কবিতা কবিতার সময়
তমাল সাহা

১) নাঙ্গা ভারতবর্ষ

সকালে উঠেই কী সুসংবাদ দেবো আমি?
আমার সামনে দাঁড়িয়ে দেখি ভারতবর্ষ নাঙ্গা।
কাল ছিল কাজিপুরে আজ দেখি রিষড়ায় দাঙ্গা!

২) হে ভগবান

কাল ছিল রামনবমী আজ আবার হনুমান।
আমি তো ভয় পাই হে ভগবান!
আবার জ্বলবে না তো দোকানপাট
ছুটবে না তো রক্তের তুফান?

৩) ইফতার মানে

যার ইচ্ছে সে রোজা করুক
আমার চাই ইফতার।
এটা আমার হক, আমার অধিকার।
এটা সকলেরই জানা
ইফতার মানে আসলে খানা।

৪) বাতিল

রামনবমীর নামে চলবে সশস্ত্র মিছিল !
সরকার কত নিরপেক্ষ দেখো
আজ ঘোষিত শান্তি মিছিল বাতিল।

৫) নয়া কাহিনী

পৃথিবীতে নির্মাণ হলো নয়া কাহিনী।
হনুমানের জন্মদিন!
কোর্টের নির্দেশ—
স্বাগত জানাবে কেন্দ্রীয় বাহিনী!

৬) নেতা মৃত্যুহীন

যেখানেই যত দাঙ্গা হয়েছে পুড়েছে ঘরবাড়ি
খুন হয়েছে পোকাখাওয়া মানুষ
নিহত হয়নি কোনো নেতা।
সে দাঙ্গা যেখানেই হোক
লাহোর পাঞ্জাব নোয়াখালি দিল্লি কলকাতা!

৭) স্যালুট বনাম রুট মার্চ

তোরা মানুষ!
মরলে পাস রাষ্ট্রীয় স্যালুট
গর্জে ওঠে গান।
আমার জন্মদিন মহান
পাড়ায় পাড়ায় রুট মার্চ
জয় বজরংবলী হনুমান!

৮)আগুনের পছন্দ

রাজনীতির নেতারা বহুরূপী ধান্দাবাজ।
আগুনের কিন্তু একটাই ধর্ম—
পোড়ানোই তার কাজ।
রমজান, রামনবমী বজরংবলীর মাস
সাকরাইল-সন্তোষপুরে
২০০ দোকান আগুন গিলে ফেলল আজ।

কাদের আনন্দ! কাদের আনন্দ!
গরিবের দোকান গরিবের বস্তি পোড়ানো
আগুনের খুব পছন্দ।