অবতক খবর,২জুন: ফের একবার বীজপুরের বুকে নিজের কর্মকাণ্ডের জন্য শিরোনামে উঠে এলেন সমাজসেবী মলয় ঘোষ। তিনি সর্বদা নিজের আগে,নিজের পরিবারের আগে ভাবেন সাধারণ মানুষের কথা। আর তাদের কথা ভেবে এই দুঃসময়ে তিনি এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন। করোনার এই বিপর্যয়কালে চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষের অভিযোগ আসছে যে অসময়ে তারা ডাক্তার পাচ্ছেন না। ফলে সাধারণ মানুষের চিকিৎসায় সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে মলয় বাবু এবার কাঁচরাপাড়ায় নিয়ম করে এক ডাক্তারবাবুকে আনতে চলেছেন। সমাজসেবী মলয় ঘোষের উদ্যোগে এবং বিশ্বনাথ স্মৃতি সংঘের পরিচালনায় প্রতি শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার সকাল ১০টা থেকে রোগী দেখার জন্য বসছেন পিজি হাসপাতালের ডাঃ অতনু পাল (এমডি,ডিএম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নেফ্রোলজি)। এ প্রসঙ্গে মলয়বাবু জানিয়েছেন, করোনার এই বিপর্যয়কালে সকলেই ব্যস্ত করোনা রোগীদের নিয়ে। করোনা রোগী ছাড়াও প্রতিদিন প্রচুর মানুষের চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে ডাক্তার বাবুরাও রোগী দেখতে ভয় পাচ্ছেন, যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে। তাহলে সাধারণ রোগীরা যাবেন কোথায়? সে কারণে আমি সাধারণ মানুষের কথা ভেবে পিজি হাসপাতালের এক ডাক্তারবাবুকে কাঁচরাপাড়ায় আনার ব্যবস্থা করেছি। যাতে মানুষ বিনা চিকিৎসায় না থাকেন। সপ্তাহের শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার সকাল ১০টায় ডাক্তারবাবু বিশ্বনাথ স্মৃতি সংঘে বসবেন। এছাড়াও যদি তাঁর কাছে কোনো মুমূর্ষু রোগী আসেন চিকিৎসার জন্য, ডাক্তারবাবু নিজে তাকে পিজি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করবেন।’ এমনটাই জানালেন বীজপুরের সমাজসেবী মলয় ঘোষ।