অবতক খবর,৭ অক্টোবর: দুর্গা পুজোর চাঁদা তোলা কে কেন্দ্র করে মারধরের ঘটনার অভিযোগ উঠল ময়নাগুড়ির সুস্থির হাট এলাকায়, ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সুস্থির হাট বাজারে, ঘটনার জেরে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ করলেন মাছ বিক্রেতা, জানা গেছে সাপটিবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজারে মধ্য শালবাড়ি এলাকার পরিতোষ রায় নামে এক মাছ বিক্রেতা দোকান নিয়ে যায় কিন্তু সেই সময় স্থানীয় এক পুজো কমিটি বাজারে ঢুকে চাঁদার জন্য মোটা অংকের চাঁদা চাইলে সেই মাছ বিক্রেতার প্রতিবাদ জানায়, অভিযোগ, প্রতিবাদ জানালে ক্লাবের বেশ কিছু যুবক সহ সাপটিবাড়ি দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আরাফাত হোসেন তাকে মারধর করে বলে অভিযোগ।

দোকানে থাকা নগদ প্রায় দশ হাজার টাকা এবং ব্যবসার জন্য মাছ ছুড়ে ফেলে দেন। এই ঘটনার পরে তিনি প্রানে বেঁচে সেখান থেকে ফিরেছেন বলে জানিয়েছেন মাছ বিক্রেতা। রীতিমতো সংশ্লিষ্ট ক্লাব সহ তৃণমূল নেতার বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করেন।

এই বিষয়ে তৃণমূল নেতাকে ফোন করা হলে তিনি ঘটনাটি অস্বীকার করেন। অপরদিকে পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।