অবতক খবর :: বহরমপুর :: জঙ্গিপুর লোকসভার অন্তর্গত সুতি এলাকার বেশিরভাগ মানুষ বিড়ি শ্রমিক। লকডাউন এর ফলে এখন প্রায় কাজ বন্ধ বললেই চলে। এলাকায় সমস্ত মানুষ দিন আনে দিন খায়।

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পয়লা এপ্রিল থেকে সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটি রেশন দোকানে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়ার কাজ শুরু হলেও মুর্শিদাবাদে সুতিতে রেশন দোকান বন্ধ। ফলে বেজায় ক্ষুব্ধ সুতির কানাইঘাট এলাকার এলাকাবাসীরা।

তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ঠিকমতো রেশন সামগ্রী দিচ্ছে না ডিলার। এই বিপদের সময়ে ৩ দিন ধরে বন্ধ রেশন দেওয়ার কাজ। তাদের অভিযোগ নিশ্চুপ হয়ে আছে প্রশাসন। সম্ভবত ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের মনে। তাদের বক্তব্য কি করে সংসার চালাবে তারা, তাই সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যত তাড়াতাড়ি হোক তাদের রেশন দেওয়া ব্যবস্থা যেন করা হয়।