অবতক খবর,২৭ মে: সল্টলেকে মা-মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ সকালে সিডি ব্লকের একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মায়ের দেহ পড়ে ছিল মেঝেয়, মেয়ের দেহ খাটে। পুলিশ সূত্রে দাবি, ঘর থেকে মিলেছে সুইসাইড নোট। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন দু’জন। একমাস আগে মহিলার স্বামী মারা যান। তারপর ৩০ বছরের মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটেই থাকতেন মহিলা। পরিবার সূত্রে দাবি, লকডাউনের পর থেকে ব্যবসায় মন্দা চলছিল। সেই কারণেই মানসিক চাপে ছিলেন মা-মেয়ে।
প্রতিবেশীরা জানিয়েছেন, আগাম বেতন দিয়ে গৃহকর্ত্রী পরিচারিকাকে জানিয়ে দেন কয়েকদিন আসতে হবে না। তার মধ্যেই এই ঘটনা। পুলিশ সূত্রে খবর তিন পাতার সুইসাইড নোটে একাকীত্বের কথা উঠে এসেছে। পারলৌকিক ক্রিয়ার জন্য ২০ হাজার টাকা আলমারিতে রাখা আছে সে কথা লেখা হয় সুইসাইড নোটে। বিধাননগর পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুলসী সিন্হা রায় বলেন, “প্রচন্ড মানসিক অবসাদ থেকে এমন হয়েছে। পরিচারিকাকে বলেন ১০ দিন না আসতে। ২০ হাজার টাকা রেখে যাওয়ার কথা জানিয়েছেন।’’ পুলিশ সূত্রে খবর, তিন পাতার সুইসাইড নোটের পাশাপাশি, ঘর থেকে একটি কীটনাশকের স্প্রে উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছেন মা-মেয়ে।