অবতক খবর,৩ নভেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ মন্তেশ্বর ব্লকের ডাওকোডাঙ্গা গ্রামের সাঁই বাড়ির জগদ্ধাত্রীপ্রতিমা পূজা কে কেন্দ্র করে মেতে ওঠে মন্তেশ্বরের ডাওকোডাঙ্গা গ্রাম। জগদ্ধাত্রী প্রতিমাকে সোলার ঢাকের সহিত সাজানো হয় কিছু সোনার রুপোর গহনা দিয়ে। পুজো চলে তিন দিন ধরে। পুজো কমিটির পক্ষে ক্ষুদিরাম সাঁই, তিনকড়ি সাঁই শুভঙ্কর সাঁইরা জানান, বর্তমানে পুজো ৫০তম বর্ষে পা রেখেছে। ডাওকোডাঙ্গাগ্রামের সাঁই বাড়ির বড় মেয়ে স্বর্গীয়া আশালতা দেবীর যিনি ওই গ্রামের বড়দি নামে পরিচিতি ছিলেন তারই স্বপ্নাদেশে ৫০ বছর আগে একটি মাটির আট চালাতে এই জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিলো। তারপর আস্তে আস্তে এই পূজা বড় হয়ে এখন মন্দির তৈরিকরা হয়ে মন্দিরে প্রতিমার পূজা হয়l উৎসবে পরিণত হয়েছে পূজা। এই পূজার মূল আকর্ষণ জগদ্ধাত্রী পূজা উপলক্ষেঅষ্টমীর দিনে কুমারীপূজা হয়। এবং বৈষ্ণব মতে এই পুজোয় আঁখ, পান কুমড়ো, ও কলা বলিদান,এই পূজা উপলক্ষে প্রত্যেক বাড়ির সব বিবাহিত মেয়েরা এবং আত্মীয়-স্বজন আসে।
উপলক্ষে কয়েকদিন পাড়ার ছেলেমেয়েদের দ্বারা নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। এলাকাবাসীর বিশ্বাস, ডাওকোডাঙ্গা সাঁই বাড়ির জগদ্ধাত্রী প্রতিমার কাছে মানদ করলে জগদ্ধাত্রী প্রতিমার আশীর্বাদে উপশম হয় অনেক রোগ ও অনেক বিষয়ে প্রতিকার হয়।