অবতক খবর: হাওড়ার সাঁকরাইলের ১৫টি বুথের সঙ্গে ফের ভোট হবে সিঙ্গুরের একটি বুথেও। বিজ্ঞপ্তি জারি করে জানাল রাজ্য নির্বাচন কমিশন।কমিশনের তরফে জানানো হয়েছে, সাঁকরাইলের ওই ১৫টি বুথে ভোট দেওয়া ব্যালট পেপার ছিনতাই করা হয়। ফলে ওই বুথগুলিতে ভোট গণনার কাজ সম্পূর্ণ করা যায়নি। ফলে ওই ১৫টি বুথে ফের নির্বাচন হবে। এর আগে ভোট গণনার দিন সাঁকরাইলে তৃণমূল বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে ব্যালট লুঠের অভিযোগ ওঠে।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার আমডাঙার বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নাকি আইএসএফ জিতেছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তৃণমূল প্রার্থীকে দলের লোকেরাই অপহরণ করেছে এমনটাই অভিযোগ করেছিল পরিবার। কিন্তু ২০ ঘণ্টা নিখোঁজ থাকার পর, ফিরে এসে তৃণমূল প্রার্থীর দাবি করে বলেন, তিনি অপহৃত হননি। তিনি বলেন, ৩৬ ভোটে জেতার পর, আইএসএফের চাপে বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ।