অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- একুশে বিধানসভা রাজনৈতিক দল তাদের মাটি শক্ত করতে ব্যস্ত। মুর্শিদাবাদ জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে গৌরীশংকর ঘোষ বলেন দক্ষিণ মুর্শিদাবাদে ১১ বিধানসভা ছুঁয়ে পরিবর্তন যাত্রা রথ জেলায় সতস্ফুর্ত সাড়া জাগিয়েছে। মানুষেরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে বাতাসা , ধুপ এবং পুষ্প দিয়ে পরিবর্তন যাত্রা রথ কে বোরন করেছেন। এই পরিবতন যাত্রা রথ ব্যাপক সাড়া দিয়েছে এই জেলায়।
নদীয়া জেলায় রথযাত্রা শুরু হয় মুর্শিদাবাদে বেলডাঙার বহরমপুর এবং মনিগ্রাম আটকে দেওয়া হয়েছিল, কিন্তু এই পরিবর্তন যাত্রা ব্যাপক সাড়া পাওয়া গেছে মুর্শিদাবাদে পরিবর্তন আসবে কয়েকটি আসন বিজেপি এই জেলায় জয়লাভ করবে। ১০ বছর মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি রাখতে পারেননি বিভিন্ন প্রকল্প নাম দিয়ে তিনি চালু করছেন এই নাটক বাংলার মানুষ বুঝে গেছেন ফলে এগুলো করে কোন লাভ নেই। সুরক্ষা নেই সেখানে মা-বোনেরা সুরক্ষা পাবেন। ভারতীয় জনতা পার্টি দেব দেবীদের অসম্মান করে না বিরোধীরা অপপ্রচার চালাচ্ছেন। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ বিভিন্ন দিক দিয়ে এই থেকে বঞ্চিত হচ্ছেন।কেন্দ্র এবং রাজ্যের একই সরকার হলে উন্নয়নের সুবিধা হবে পশ্চিমবাংলায় কৃষকরা বঞ্চিত হচ্ছেন।