অবতক খবর,৩ জুলাইঃ আজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস কার্যালয় সাংবাদিক বৈঠক করলেন তিনি বলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তিনি বলেন বিজেপির বিরুদ্ধে লড়াই কংগ্রেস একাও করবে যদি কংগ্রেসের সঙ্গে কেউ আছেন বিজেপি বিরোধী লড়াই করতে তালে সবসময় তাকে স্বাগতম।

তিনি বলেন আমাদের নেতা রাহুল গান্ধী কন্যাকুমারি থেকে কাশ্মীর পর্যন্ত সারা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে পদযাত্রা করেছিলেন তার ফল হিমাচলে কংগ্রেস কর্নাটকে কংগ্রেস আগামী দিনের তেলেঙ্গানায় আসবে কংগ্রেস। রাজস্থান এবং মধ্যপ্রদেশ আসবে কংগ্রেস অতএব কংগ্রেস তার মত করে চলবে যদি বিজেপির বিরুদ্ধে কেউ যদি প্রকৃত লড়াই করতে চায় তারা আসবে কেউ আসবে কেউ আসবে না। অধীর বলেন আমরা সব সময় বলেছি বিজেপির বিরুদ্ধে যদি প্রকৃত লড়াই করতে কেউ চায় তাহলে আসবে আর যদি প্রকৃত লড়াই করতে না চায় তাহলে আসবে না। তিনি বলেন এর আগেও শারদ পাওয়ার এর সঙ্গে উপরাষ্ট্রপতি নির্বাচনে আলোচনা হয়েছে এটা তো নতুন কিছু কথা নয় তার দলের লোকেরা কোথায় গেল কি না গেল তার ঠিকাতো কংগ্রেস নিবেনা বললেন অধীর। তাই স্বাভাবিকভাবে বিরোধী জোটের যে বার্তা রাহুল গান্ধী অনেক আগেই দিয়ে দিয়েছে, সেই বার্তা অনুযায়ী একের পর এক রাজ্য মানুষ সেখানে বিজেপির বিরোধিতা করে কংগ্রেসকে জয় করেছে আগামী দিনও এ ধারা বজায় থাকবে বলে জানান অধীর। গতকালকে রাত্রি সাড়ে আটটা নাগাদ সামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম কংগ্রেসের কর্মী আরিফ শেখকে তিনি নিজে গুলি করেন বলে আরিফ শেখ জানায় এই বিষয়ে অধীর বলেন আমি কিছুক্ষণ আগেই হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম। তাকে সামশেরগঞ্জের বিধায়ক গুলি করেছে বলে সে গুলিবিদ্ধ অবস্থায় জানায়। অধীর বলেন এখন প্রশ্ন দেখা দিয়েছে তৃণমূলের বিধায়ক এমপি যারা নেতৃত্বে আছেন তারা কি হার্মাদদের উপরে ভরসা রাখতে পারছে না। তারা নিজেরাই গুলি বারুদ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন অধীর বলেন আগামী দিন কি আমরা এটাই দেখবো দিদিভাই আর খোকাবাবু মিলে তারা সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছেন সামনাসামনি দাঁড়িয়ে।

অধীর বলেন বর্তমানে যা অবস্থা আগামী দিনে বাংলা এই অবস্থা দেখলে অবাক হবে না মুর্শিদাবাদ জেলার মানুষ ভোট দিতে চাইছে তাই আতঙ্কিত তৃণমূল তারা মস্তানদের উপর ভরসা না করে নিজেরাই গুলি চালাচ্ছেন। অধীর বলেন আজ আরিফ শেখ প্রাণ বাঁচানোর জন্য হাসপাতালের বেডে শুয়ে মৃত্যু শয্যায় থেকে জীবন যুদ্ধে বাঁচার লড়াই করছেন।