অবতক খবর,৬ ফেব্রুয়ারিঃ আজ সাংবাদিক বৈঠকে বামফ্রন্টের রাজ্য কমিটির সম্পাদক মোঃ সেলিম তিনি বলেন আজকে যেসব দুর্নীতি হচ্ছে এবং যেগুলি ধরা পড়েছে সে বিষয়ে মুহাম্মদ সেলিম বলেন আমরা সব সময় বলি আদালতে নজরদারিতে তদন্ত হোক। তিনি বলেন পুলিশ প্রশাসন বর্তমানে দলদাসে পরিণত হয়েছে, তারা যদি সত্যি সত্যি চোর ধরত তাহলে আমাদের মিছিল করে বলতে হতো না যে চোর ধরো জেল ভরো।

আজকে রাজ্যে প্রতিটি জাগায় লাল ঝান্ডা নিয়ে চোর ধরার স্লোগান দিয়ে মিছিল করছে সিপিআইএম পার্টি ,আর আদালত একটার পর একটা দুর্নীতি গুলির পর্দা ফাঁস করছে। রাজ্য পুলিশ যে অপদার্থ তার জন্য ই ডি সিবি আই কে তদন্ত করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। তাহলে রাজ্যের পুলিশের পিছনে এত টাকা যে খরচ হচ্ছে সেগুলি জলে যাচ্ছে। চোরদেরকে না ধরে চোরদের পাহারা দিতে বসেছেন রাজ্য পুলিশ বললেন মোঃ সেলিম। তিনি বলেন ই ডি, সিবিআই তো পুলিশ, যদি সিস্টেম করা হয় যদি পুলিশ আইন মেনে কাজ না করে সাধারণ মানুষকে নিরাপত্তা না দিয়ে সৎ লোকদের নিরাপত্তা না দিয়ে অসৎ লোকদের নিরাপত্তার দিকে তারা সদা ব্যস্ত থাকছেন। মোহাম্মদ সেলিম বলেন রাজ্য পুলিশ যেমন দলদাসে পরিণত হয়েছে তেমনি ই ডি, সিবিআই রাজনৈতিক চাপের কাছে নতিশ্বীকার করেছে বলে জানান মোহাম্মদ সেলিম। তিনি বলেন কেন বলা হচ্ছে যে সিবিআই তদন্ত থেকে একজনকে সরিয়ে দেয়া হোক। তিনি বলেন আমরা রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে আরো চাপ বাড়াবো এই সরকার এবং দিদির সরকারের আসল রূপ জনগণের কাছে তুলে ধরব।

আমরা চাইবো আসল চোর যাতে ধরা পড়ে, তাদের নাম যাতে প্রকাশ হয়। সম্পত্তি যাতে উদ্ধার হয়, সেই কারণে আমাদের লড়াইকে আরো বাড়াতে হবে এবং রাজ্যের মানুষকে আমরা বলবো আদালত যা বলছে ,পাড়া এবং মহল্লায় চায়ের দোকানে রাস্তাঘাটে এই ভাষাটা আমাদের বলতে হবে যে চোরকে বাঁচাতে তৃণমূল বিজেপি যাতে যোগ সাজস না করতে পারে সেই দিকে নজর রাখতে বললেন মোহাম্মদ সেলিম।