অবতক খবর , সৌরভ নস্কর , দক্ষিণ ২৪ পরগনা :- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় চালু হওয়া বিভিন্ন প্রকল্প গুলি মধ্যে এই প্রকল্পের সুবিধা জনসাধারণের মধ্যে বিতরণ করার উদ্দেশ্যে ‘দুয়ারে সরকার’ অভিযান।
আজ সাগর ব্লকের মুড়িগঙ্গা-১নং গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ বিদ্যানিকেতন ও মুরিগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বামন খালী হাই স্কুলের ফ্লাড সেন্টারে চলে।
উপস্থিত ছিলেন সাগরের মানবিক বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়, সুন্দরবন উন্নয়ন পর্ষদ এর প্রজেক্ট আধিকারিক দিলীপ কুমার মন্ডল, কাকদ্বীপ মহাকুমার এর প্রজেক্ট আধিকারিক হালদার, সাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মন্ডল, সাগর ব্লকের মৎস কর্মদক্ষ সামির সাহা, বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার পাল।
সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র জানান- যে সমস্ত মানুষদের মাছ মারা গেছে তাদের জন্য করোণা পরিস্থিতিতে এবছর সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে বড় সিদ্ধান্ত নেয়া হয়েছে ১০ কেজির বেশি মাছ রুই-কাতলা সহ ৫০ কেজি মাছের খাওয়ার দেওয়া হবে। সাগর ব্লকের প্রায় ১৪০০ পরিবারকে দেওয়া হবে।