অবতক খবর,৩ এপ্রিল,সাগরদিঘি: পানীয় জলের প্রকল্পে দুর্নীতির অভিযোগ।অভিযোগের তীর গ্রামপঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে।আর এই নিয়েই ক্ষোভ দেখা দিয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘির টিকটিকিপাড়া এলাকায়।
জানা যায়,পাটকেলডাঙা পঞ্চায়েতের উদ্যোগে বেশ কয়েকটি টিউবওয়েল বসানো কথা টিকটিকিপাড়া এলাকায়।
অভিযোগ,পঞ্চায়েতের তৃণমূল সদস্য আদিনা বিবি নিজের এলাকায় ও আত্মীয়দের বাড়ি কাছে পানীয় জলের প্রকল্পের কাজ করছেন।এরপাশাপাশি টাকা নিচ্ছেন অনেকের কাছে।
গ্রামবাসীদের দাবি,সবার সুবিধা মতো জায়গায় পানীয় জলের টিউবওয়েল বসানো হোক।
যদিও পঞ্চায়েত সদস্যা আদিনা বিবির স্বামী মুকলেশুর রহমান এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন
তিনি জানিয়েছেন,পঞ্চায়েতের পক্ষ থেকে টিউবওয়েল বসানোর কথা থাকলেও গ্রামবাসীরা নিজেরাই কিছু টাকা দিয়ে পাম্পের ব্যবস্থা করছেন।তিনি এখানে কোনো টাকা নিচ্ছেন না।যা হচ্ছে গ্রামবাসীদের মতামত নিয়েই হচ্ছে।