অবতক খবর,২১ ডিসেম্বর,দক্ষিণ ২৪ পরগনা:- সাপের কামড়ে আহত ব্যক্তি পরিবারের লোকজনের সঙ্গে বিশাক্ত সাপ সহ এলেন গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের লক্ষীপুর এলাকায়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে মৃনাল প্রধান এবং তার বাড়ির লোকজন মাঠে আলু লাগাচ্ছিলেন।

আলু লাগানোর পর আলুর উপরে খদ অর্থাৎ বাড়ীতে তৈরি জৈব সার দিতে গেলে বিষাক্ত কেউটে সাপ হাতে ছোবল মারে, তবে যেটুকু জানা গিয়েছে বাড়ি থেকে জৈব সার আনার সময় কোদালের কোপ লাগে ঐই সাপের গায়ে। ঝড়াতে করে জৈব সারের সঙ্গে মাঠে আনা হয়। কামড়াবার পর চিৎকার চেঁচামেচি করলে বাড়ির লোকজন দৌড়ে আসে এবং সাপটিকে কোনরকমে হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সাপসহ অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে আনে।সাপ সহ হাসপাতালে রোগী আসায় চিকিৎসার সুবিধা হয়েছে।