রাজধানী দিল্লিতে চলছে ঐতিহাসিক কৃষক বিদ্রোহ। ২১ দিনে পড়লো এই বিদ্রোহ।
১৭ ডিসেম্বর,২০২০ দিল্লি- হরিয়ানার সিঙ্ঘু সীমান্তে এই কিষান বিদ্রোহে সামিল হয়েছিলেন শিখ ধর্মগুরু সন্ত রাম সিংহ। তিনি এই জনবিরোধী কৃষিবিলের প্রতিবাদে হাজার হাজার কৃষকের সামনে প্রকাশ্যে রাস্তায় গুলি চালিয়ে আত্মবলি দান করেন। কৃষক আন্দোলনে এটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।
সিংহের বাচ্চা / তমাল সাহা
মানুষ আবার সিংহ হয় নাকি!
এটাই শুধু বুঝতে ছিল বাকি।
কৃষকের পক্ষে রাষ্ট্রের বিরুদ্ধে
প্রকাশ্যে রাস্তায় নিজেকে গুলি
আত্মহত্যা নয়, সংগ্রামী বলি।
সন্ত রাম সিংহ জানিয়ে দিলো–
সিংহের মতো বাঁচো
প্রতিবাদ জেগে আছে আজও।