অবতক খবর,সংবাদদাতা, হুগলি :: তৃণমূলের বিক্ষোভের জেরে কৃষি বিল নিয়ে আর সিঙ্গুর ধনিয়াখালি গুড়াপের চাষীদের সঙ্গে কথা বলা সম্ভব হলো না সাংসদ লকেট চ্যাটার্জির।কৃষি আইনের সমর্থনে সোমবার সিঙ্গুরে কৃষক সুরক্ষা যাত্রা করলেন লকেট। সিঙ্গুরের গোপালনগর সাউপাড়ার কাছে ঢোকামাত্র তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ ও ‘গো ব্যাক’ বলে স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভের জেরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে মামলা নিয়ন্ত্রণে আসে।
সোমবার কৃষি বিল নিয়ে সিঙ্গুর,ধনিয়াখালি, গুড়াপের চাষীদের সঙ্গে দেখা ও কথা বলার কথা বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির, জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি ও অন্যান্য জেলা ও রাজ্য নেতৃত্বের। এর পর সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবার কথা ছিল। কিন্তু সিঙ্গুরের গোপালনগর সাহানাপাড়ায় হুগলির সংসদ পৌছাতেই গ্রামের কৃষকরা তাকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান।
ওঠে গো ব্যাক স্লোগান।এরপর সিঙ্গুর থানার পুলিশের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।এলাকাবাসী দের অভিযোগ সাংসদ লকেট এখানে শান্ত জায়গায় অশান্ত করতে এসেছেন।শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকা উত্তেজনা ছড়ায় । পুলিশের কর্মী ও আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সাংসদ লকেট বলেন, সিঙ্গুরকে পুঁজি করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেও এখানকার জন্য কিছুই করেননি।তিনি বলেন ” না হয়েছে শিল্প, না হয়েছে কৃষি। তৃণমূল সিঙ্গুরের সঙ্গে প্রতারণা করেছে”।বিজেপির অভিযোগ শান্তিপূর্ণ মিছিলে অশান্তি ছড়াতে তৃণমূলই এসব.করিয়েছে। পাল্টা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা হুগলি জেলা তৃণমূলের মুখপাত্র প্রবীর ঘোষাল বলেন, “সিঙ্গুরে যা হয়েছে তা সাধারণ কৃষকদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ।