অবতক খবর , মুর্শিদাবাদ, লালবাগ :- সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে , লালবাগের বস্ত্রব্যাবসায়ী সুনিতার সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হলো সুনিতার হলঘর প্রাঙ্গণে। রক্তদান শিবির এর সূচনা করেন বিধায়ক শাওনি সিং রায় ও জেলা তৃণমূলের কনভেনার অশোক দাস। রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করতে উপস্থিত হয়েছিল বহরমপুর মেডিক্যাল কলেজ ও মুর্শিদাবাদ মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের প্রতিনিধিগণ।
সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক স্বপন ভট্টাচার্য্য জানান প্রত্যেক বছরের ন্যায় এ বছরও তারা মানব কল্যাণ ও থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এবার তাদের রক্তদান শিবির 11 বছরে পদার্পণ করল । তিনি জানান করোনার অতি মারির মাঝে। রক্ত সংকটের যাতে মানুষ না মারা যায় তাই তিনি এই সময়ে রক্ত দান করেছেন।সর্বোপরি তার দাবি মহকুমার রক্ত সংকট মেটাবে বলে তার দাবি।
অন্যদিকে মুর্শিদাবাদ জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি শেখর চন্দ্র মারাঠি জানান ব্যবসায়ী সমিতি সবসময় মানব কল্যাণের কথা ভাবে, তাই বিভিন্ন সময় মানবকল্যাণ কর্মসূচি গ্রহণ করে থাকে। জেলার বিভিন্ন মহকুমা ও ব্লকে তারা সারা বছর ধরে কোথাও-না-কোথাও রক্তদান শিবির করে থাকেন। তিনি রক্ত দানের ক্ষেত্রে ক্ষুদিরাম পাঠাগারের বিশেষ ভূমিকার কথা স্মরণ করে বলেন তাদের এই রক্তদানে বিভিন্ন ক্লাব ও সংগঠন সাহায্য করে থাকে। তিনি সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কে রক্তদান শিবির আয়োজন করে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করেন ।
এই রক্তদান শিবিরে সক্রিয় ভূমিকায় উপস্থিত ছিলেন তাপস মোদক, বিশ্বজিৎ ধর, কৃষ্ণ সরকার, বুদ্ধনাথ সাহা ও মানিক চৌধুরী সহ অন্যান্য ব্যবসায়ী বৃন্দ।