অবতক খবর,২৩ অক্টোবরঃ এই মুহুর্তে পোর্ট ব্লেয়ার থেকে ৫৮০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। এবং সাগরদীপ থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। সোমবার পরিণত হবে ঘূর্ণিঝড়ে। ভারী বৃষ্টির সম্ভবনা সুন্দরবন সহ দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এর কোস্টাল এলাকাগুলিতে। হওয়ার গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিমি, সর্বোচ্চ ৬০ কিমি। মঙ্গলবার ভোরে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই খবর।
তবে এই ঘূর্ণিঝড় আতঙ্ক প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার সৈকতশহর দিঘা সহ তাজপুর, মন্দারমনি পর্যটন কেন্দ্র গুলিতে। দিঘা থেকে ফিরে যাচ্ছেন পর্যটকরা। মার খাচ্ছে হোটেল ব্যবসা। দীপাবলীর সময় পিক সিজন এ হচ্ছে না তেমন বুকিং। অপরদিকে নবান্নর নির্দেশে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। আজও সমুদ্র তীরবর্তী এলাকায় চলছে পুলিশের মাইকিং। তৎপর রয়েছে নুলিয়ারা ও বিপর্যয় মোকাবিলা টিম।