অবতক খবর, উত্তর ২৪ পরগনাঃ উত্তর ২৪ পরগনা জেলায় সিন্ডিকেট এর দাপটে অতিষ্ট জেলাবাসী। নাম জানাতে অনিচ্ছুক এক ব্যাক্তি জানিয়েছে, বাংলাদেশ থেকে যারা অবৈধ ভাবে ভারত এ প্রবেশ করে ,এই অবৈধ প্রবেশ কারীদের প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সিন্ডিকেট চালিয়ে রমরমিয়ে ব্যাবসা করে চলছে !
সূত্রের খবর ,এই ব্যবসার মূল পান্ডা সঞ্জীব দাস । সূত্জার মারফৎ জানা গিয়েছে, এই ব্যাক্তি প্রকাশ্যে জলের ব্যবসার আড়ালে চালায় অবৈধ চোরা চালান এর কারবারের সঙ্গে জড়িত । এই ব্যবসা চালানোর ধরণ সীমান্ত দিয়ে এদেশে অবৈধ ভাবে প্রবেশ করিয়ে তাঁদেরকে জাল পাসপোর্ট করিয়ে বিদেশ এ পাঠিয়ে দেওয়া তাঁদের মূল লক্ষ্য ।
এই ব্যাবসায় সহযোগিতা করে বারাসাত সিন্ডিকেট এর বাদশা মিঠুন সর্দার । এর কাজ সীমান্তবর্তী এলাকা থেকে যে সমস্ত বাস আসে সেই বাসের ভিতরে প্রবেশ করিয়ে কলকাতা ও তার পাশ্ববর্তী এলাকায় ঘর ভাড়া নিয়ে এই অনুপ্রবেশ কারীদের রাখা ! এরপর তাঁদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া ! যদিও এই বিষয়ে ইতিমধ্যেই একটি স্বেচ্ছাসেবী সংস্থা জেলা প্রশাসন এর নজরে এনেছে ! এখন দেখার বিষয় এই সিন্ডিকেট এর দাপট থেকে কবে রক্ষা পাবে জেলাবাসী !