অবতক খবর, ২৯ সেপ্টেম্বরঃ ভারতে কমিউনিস্ট পার্টি হিসাবে প্রথম পরিচিতি পেয়েছিল– ভারতের কমিউনিস্ট পার্টি। যাকে সংক্ষিপ্তকরণে বলা হয় সিপিআই। সারা ভারতবর্ষে এই পার্টি অবিভক্ত ছিল।
পার্টি সংক্রান্ত বিভিন্ন মতামত থাকলেও চীন ভারত যুদ্ধকে কেন্দ্র করে সিপিআই প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সিপিআই ভেঙেই সিপিএম দল সিপিআই (এম) এই দলটি তৈরি হয়। বর্তমানে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি নামে পরিচিত। আবার মজাদর্শের কারণে এই দল থেকেই নেতাকর্মী সদস্যরা বেরিয়ে গিয়ে সিপিআই(এম এল) দল গঠন করে। সে অনেক কথা।
সিপিআই-এর ২৪-তম পার্টি কংগ্রেসের প্রস্তুতি চলছে। এই পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়। পার্টি কংগ্রেস চলবে ১৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। সেই পার্টি কংগ্রেসের প্রস্তুতিতে দেয়াল লিখন চলছে ।কাঁচরাপাড়ায় পার্টির কংগ্রেসে যে কর্মী সদস্যরা অংশ নেবেন তারাও প্রস্তুতি নিচ্ছেন।