অবতক খবর,১৫ আগস্ট: সিপিআইএম নৈহাটি এরিয়া কমিটির পক্ষ থেকে ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হলো এবং শপথ বাক্য পাঠ হল ও মানববন্ধনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন হল।

৭৫ বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই সর্বপ্রথম সিপিআইএমের তরফ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হল।

সাংবাদিকদের প্রশ্নের মুখে সিপিএম জেলা কমিটির সদস্য মলয় ভট্টাচার্য্য বললেন, আমরা এ বছরই প্রথম নয়, আমাদের যে সমস্ত শাখা সংগঠন রয়েছে তারা তাদের দলীয় পতাকার সাথে প্রতিবছরই জাতীয় পতাকা উত্তোলন করে।
এবছর ভারতীয় কমিউনিস্ট মার্কসবাদী কেন্দ্রীয় নেতৃত্ব নিজের আদেশ অনুসারে আমাদের সকল পার্টি অফিসে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

যেভাবে ভারতবর্ষে জাতীয় পতাকার অবমাননা হচ্ছে তারই প্রতিবাদে এই সিদ্ধান্ত আমাদের।