অবতক খবর, ২৯ এপ্রিলঃ সিপিআইএম পলিটব্যুরো সদস্য রামচন্দ্র ডোমের সভাপতিত্বে 28 এপ্রিল নতুন রাজ্য কমিটি গঠিত হলো।নতুন রাজ্য পরিচালনা সমিতিতে 15 জনকে নিয়ে সম্পাদকমন্ডলী গঠিত হয়েছে। পশ্চিমবঙ্গে বামপন্থী দল হিসাবে সিপিআইএম একটি উল্লেখযোগ্য নাম। সিপিআইএমের সেই রাজনৈতিক দোর্দণ্ডপ্রতাপ না থাকলেও তারা রাজনৈতিক শক্তি পুনরুত্থানের প্রচেষ্টায় রত। আরো বামপন্থী দল থাকলেও সিপিআইএম এখনো পশ্চিমবঙ্গে বামপন্থীদের মধ্যে অন্যতম, এটাই জনসাধারণের ধারণা। বৃহস্পতিবার 28 এপ্রিল সম্পাদক মন্ডলীর বৈঠক শুরু হয়েছে। শুক্রবার শেষ হবে।

মহম্মদ সেলিম সাধারণ সম্পাদক হিসেবে পরিচালন সমিতির দায়িত্ব পেয়েছেন এটা আগেই প্রকাশিত হয়েছে। আজ তার সঙ্গে আরো 14 জন সম্পাদকমন্ডলীতে যুক্ত হয়েছেন।

 

বিগত সম্পাদকমণ্ডলীর সম্পাদক বিমান বসু বয়সের কারণে স্বেচ্ছায় অবসর নিয়েছেন কিন্তু পার্টি কর্মী হিসেবে সক্রিয় থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমান সম্পাদকমন্ডলীতে রয়েছেন মহম্মদ সেলিম, সাধারণ সম্পাদক। অন্যান্য সদস্যরা হলেন রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্য অমিয় পাত্র, সুজন চক্রবর্তী, আভাস রায়চৌধুরী, শমীক লাহিড়ী, অনাদি সাহু ,কল্লোল মজুমদার, পলাশ দাশ, দেবব্রত ঘোষ, দেবলীনা হেমব্রম, জিয়াউল আলম, জীবেশ সরকার । শেষ চারজন দেবব্রত ঘোষ হুগলি, দেবলীনা হেমব্রম বাঁকুড়া, জিয়াউল আলম জলপাইগুড়ি, জীবেশ সরকার দার্জিলিং জেলার নেতা। উল্লেখ্য সূর্যকান্ত মিশ্র, অশোক ভট্টাচার্য এবং মিনতি ঘোষ এবার রাজ্য সম্পাদকমণ্ডলীতে নেই। সূর্যকান্ত মিশ্র অবশ্য পলিটব্যুরো সদস্য