অবতক খবর,৫ সেপ্টেম্বর: সিবিআই-এর পাল্টা রিঅ্যাকশনে সিআইডিকে ব্যবহার করতে চাইছে রাজ্য। সিবিআই নেমেছে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু সিআইডি তো তা নয়!
এর ফল হবে মারাত্মক। অনেক নেতা এমনকি বেশ কিছু কর্মী ও তাদের কর্মফলের জন্য কিছু দিনের মধ্যেই জেলে যাবেন।
এমনই হুমকির সুর শোনা গেল রাজ্যের দাপুটে বিজেপি নেতা সায়ন্তন বসুর গলায়। অশোকনগরে বিজেপি টিচার্স সেলের শিক্ষক দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সায়ন্তন।

সায়ন্তন জানান, শুধুমাত্র ভবানীপুরে কেন ভোট হবে এটা নিয়ে তাদের আপত্তি আছে। আর ভবানীপুরে ভোট হলেই মমতা ব্যানার্জি যে জিতবেন তার গ্যারান্টি কি আছে! যদি না জেতেন তাহলে কিন্তু সেই সমস্যা থেকেই যাবে!

পাশাপাশি শুভেন্দু অধিকারীকে সিআইডি ডাকা নিয়ে তিনি বলেন, এটা তৃণমূল রিয়াকশনে করছে। কিন্তু এতে কোনো লাভ হবে না উল্টে প্রচুর নেতা এবং কর্মীরা জেলে ঢুকবেন।
দল ছেড়ে বেশ কয়েকজন বিধায়কের তৃণমূলে ফিরে যাওয়া নিয়ে তিনি জানান যারা এদিক ওদিক থেকে এসেছিলেন তারাই ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে 6/7 জন বিধায়ক চলে যেতে পারেন এতে দলে কোনো প্রভাব পড়বে না বলে তিনি জানান।