অবতক খবর,৬ অক্টোবর: নববারাকপুরে সুন্দর থিম এবং প্রতিমা ।শহরকে অন্য মাত্রা এনে দিচ্ছে। প্রায় ৯০ টার মতো পুজো হচ্ছে। সবসময় আনন্দ উপভোগ করছে। অত্যন্ত ভালো একটা দিক। নববারাকপুর শক্তি সংঘের প্রাচীন ঐতিহ্যবাহী পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন পালক সংযোজিত হল।পিছিয়ে পড়া জায়গায় দৃষ্টিপাতের ফলে অনেক উন্নতি সাধন হচ্ছে নববারাকপুরে। পিছিয়ে পড়া জায়গা অনেক এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে ধরন পাল্টে যাচ্ছে। শহর পাল্টে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর যে সব দিক দিয়ে প্রাধান্য দেন। দৃষ্টিপাত সব দিকে এটা তার প্রমান।

রবিবার সন্ধ্যায় নববারাকপুরে প্রাচীন ঐতিহ্যবাহী ৭৩ তম বর্ষের শক্তি সংঘের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি উদ্বোধনের পর মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করে কথাগুলি বলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা দেবী পরম কৃতজ্ঞতা জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। পিছিয়ে পড়া এলাকায় সবসময় দৃষ্টিপাত রয়েছে এই ১১০ দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের উপর। মানুষের পাশে থাকার বার্তা একটা ইতিবাচক রাস্তার পথ প্রশস্ত করবে বাংলার মানুষ। মায়ের আগমন যে শুভ এ বিষয়ে কোনও সন্দেহ নেই। মা সব সময় সব কিছুর শুভ করেন। ভালো করেন।

দশভুজার পুজো সকলের খুব ভালো হোক। মা সকলকে ভালো রাখুন এই প্রার্থনা করি মায়ের কাছে। মাতৃ শক্তি কে কখনও অবহেলা করা উচিত নয়। চিন্ময়ী মায়েদের অনেক অনেক কৃতজ্ঞতা। আড়ালে আবডালে অনেক দায়িত্ব পালন করেন। মাতৃ শক্তি ছাড়া জগৎ এ অন্য কোন শক্তি নেই। তার আরাধনাকে সবসময়ই সন্মান দিতে হবে। দশভুজার পুজা করে চিন্ময়ী রূপে মৃন্ময়ী মায়ের পুজো করছেন, তাদের সমাজে আগলে রাখছেন।মন্ত্রী এদিন মহা চতুর্থীর সন্ধ্যায় নববারাকপুরে ছয়টি ক্লাব সংগঠনের অভিনব থিমের সার্বজনীন দুর্গাপুজোর শুভ উদ্বোধন করেন।

ফিতে কেটে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে মন্ডপ ও প্রতিমার আবরণ উন্মোচন করেন এবং মায়ের কাছে ফুল ছিটিয়ে প্রার্থনা করেন মা সকলের মঙ্গল করুন। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের এক ঝাঁক পুর প্রতিনিধি।