অবতক খবর,১৮ নভেম্বর: হিঙ্গলগঞ্জ ব্লকের কালিন্দী নদীর দুলদুলি ফেরিঘাটের সামনে হঠাৎই বড়োসড় ধস আতঙ্কিত নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ*
উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি ফেরিঘাটের ২০,ফুট ধসের কারণে দুটি কংক্রিটের পিলারের অবস্থা ভয়াবহ বাঁধের উপর রাস্তা সেটাও ধস নেমেছে। যেকোনো সময় নদীগর্ভে চলে যেতে পারে গোটা সিস্টেম পাশাপাশি দুটি পিলিয়ার বেঁকে গেছে যেকোনো মুহূর্তে ওই প্লিয়ার বসে যেতে পারে যার কারনে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। এতটাই খারাপ পরিস্থিতি যে সেই ফেরি ঘাটে উঠতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।
যেকোনো সময় বসে যেতে পারে এমনই আশঙ্কা করছে সুন্দরবনবাসী। এলাকাবাসীরা চাইছে যত দ্রুত সম্ভব প্রশাসন এই দিকে নজর দিক তা না হলে বড়সড় দুর্ঘটনায় কবলে পড়তে পারে কয়েক হাজার গ্রামের মানুষ। সুন্দরবনের প্রান্তিক এলাকার এই ফেরিঘাট থেকে প্রতিনিয়ত প্রায় কয়েক হাজার মানুষের একমাত্র ভরসা এই ফেরিঘাট। আর এই ঘাটের এমনই এক সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষের এই ঘাট দিয়ে পারাপার হতে জীবনের ঝুঁকি নিয়ে করতে হচ্ছে।