জর্জ ফ্লয়েড শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত। এখনো আমেরিকায় তোলপাড় কৃষ্ণকায় ঝড়
সেই হাত দুটি নেই
তমাল সাহা
একটি মুখ দেখো
চোখ দুটি বিমূর্ত অসহায়।
আরেকটি মুখ দেখো
চোখ দুটি নিথর, কান্নায়।
দুটি অবয়বের বিভঙ্গ দেখো!
তোমার বুকও বিষাদে পাথর হয়ে যায়।
শোক স্মৃতি এখন ঐশ্বর্য ওদের
হৃদয় সিন্দুকে রাখা বুকের বারান্দায়।
সব মনে পড়ে যায়–
কষ্ট পেয়েছিল কত
যন্ত্রণা পেয়েছিল কত
সব মনে পড়ে যায়।
ওরা এখন যাবে ঘনঘন
একের পর এক স্মরণসভায়।
শিশুটির হাত ধরবে মা
অথবা মায়ের হাত ধরবে শিশুটি।
চারটি পা হাঁটতে হাঁটতে
চারটি চোখ হয়ে যাবে
জলভরা যেন নদীটি।
চারটি চোখে
দুটি বরাভয় হাত ভাসবে শূন্যে,
যে হাত পারতো ধরতে
প্রিয়তমা ও প্রজন্মের হাত
বাম ও ডান হাতে
সেই হাত এখন অনেক দূরে তফাতে।
মাঝখানে দাঁড়িয়ে পেশিবহুল
কালো হাত দুটি
দুদিকে রেখে প্রিয় শিশু ও নারীটি
দ্রুত পায়ে হেঁটে যেত জনবহুল সড়কটি।
হাতদুটি নেই
তুলে গেছে তুমুল জনঝড়।
সেই ঝড়ে তোলপাড় এখন
আমেরিকার বন্দর শহর।