অবতক খবর,১৬ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে মন্তেশ্বরের মামুদপুর দুই নম্বর পঞ্চায়েতের মোনাডাঙ্গা ডাঙ্গাপাড়া এলাকার সেচ খালের উপর নতুন সেতু নির্মাণের উদ্যোগী নিয়েছে সেচ দপ্তর। সোনাডাঙ্গা সুটরা বাস রাস্তাটি গিয়েছে এই সেতুটির উপর দিয়ে। বিগত বছর দুয়েক ধরে ভাঙ্গা সেতু উপর দিয়ে চলাচল করছিল বাস সহ অন্যান্য যানবাহন। সেতুটি সরু হওয়ার কারণে যানবাহন একসঙ্গে যাতায়াত সম্ভব ছিল না। এমত অবস্থায় স্থানীয় মামুদপুর গ্রাম পঞ্চায়েত সহ এলাকার মানুষজন বারবার প্রশাসনের কাছে সেতুটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের জন্য আবেদন জানিয়ে আসছিল।
অবশেষে এলাকাবাসীর দাবি মেনে আজ থেকে শুরু হয়েছে নতুন সেতু নির্মাণের উদ্যোগ। পুরনো সেতুটি ভেঙে আপৎকালীন ব্যবস্থা হিসেবে সেতুর এক পাশ দিয়ে তৈরি করা হয়েছে রাস্তা। আজ মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস ,সেচ দপ্তরের এক ইঞ্জিনিয়ার মামুদপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভেন্দু মল্লিক ওই এলাকা পরিদর্শন করেন এবং খতিয়ে দেখেন। শুভেন্দু মল্লিক বলেন, এই রাস্তাটির উপর প্রায় 15 থেকে কুড়িটি গ্রামের মানুষজন নির্ভরশীল। নতুন করে সেতু নির্মাণ হলে এলাকার মানুষজন খুবই উপকৃত হবে। বিডিও গোবিন্দ দাস বলেন এলাকাবাসী দাবি মেনে দপ্তরের উদ্যোগে কাজ শুরু হয়েছে মাসখানেকের মধ্যেই কাজ শেষ করা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।