অবতক খবর,১৮ ফেব্রুয়ারী : সেনাবাহিনীর গাড়িতে বাইকের ধাক্কা দুর্ঘটনা মৃত বাইক আরোহী,আহত বাইক চালক। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার দেওমালি এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ এ।জানা গিয়েছে, বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি এনজেপির দিকে যাবার পথে ঐ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

সেনাবাহিনীর এক ট্রাককে পেছন থেকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে চাকায় পড়ে যায় বাইক চালক সহ এক আরোহী।সেনাবাহিনীর ট্রাকের পেছনে থাকা ঐ ইউনিটের একটি ছোট গাড়ি বিষয়টি লক্ষ্য করে দাঁড়িয়ে যায়। গুরুতর আহত বাইক চালক ও আরোহীকে উদ্ধার করে নিয়ে আসে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষনা করে।আহত ব্যক্তিকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানন্তরিত করা হয়েছে।বাইকটিকে উদ্ধার করে ধূপগুড়ি থানায় নিয়ে আসা হয়েছে।