অৱতাক খবর ,সংবাদদাতা , বহরমপুর :- করোনা সংক্রমণ কারণে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার এর কর্মীদের জন্য নিজস্ব সেভ হোম এর উদ্বোধন করা হলো সোমবার বিকেলে। কেন্দ্রীয় চত্বরের একটি বাড়িতে সেভ হোম এর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন সংশোধনাগারের নর্থ রেঞ্জ ডিআইজি গৌতম মন্ডল, সুপার দেবাশীষ চক্রবর্তী ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর রবি প্রসাদ রবি সহ অন্যান্যরা।
তাদের বক্তব্য কেন্দ্রীয় সংশোধনাগার প্রায় 500 জন কর্মী ও তাদের লোকজন বসবাস করেন করোনা পরিস্থিতিতে এদের কাউরির উপসর্গ হিন করোনা ধরা পড়লে তাদের অন্যত্র না পাঠিয়ে বহরমপুর সংশোধনাগার সংলগ্ন নিজস্ব সেফ হোমে রাখা হবে।
সেই দিকেই লক্ষ্য রেখেই এই হোমের উদ্বোধন করা হলো। গৌতম বাবু বক্তব্য সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এই হোম চালু থাকবে। সংশোধনাগারের কর্মী ও তাদের পরিবারের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে