অবতক খবর,৮ নভেম্বরঃ মহাত্মা গান্ধী রোড থেকেই রেষারেষি চলছিল 78 ও ২১৪ এ বাসের মধ্যে।বিটি রোডে সোদপুর গির্জার মোড়ের কাছে এসে হঠাৎ 78 এর বাসের ড্রাইভার বাস থেকে নেমে এসে ২১৪ এ বাসের কাচ ভেঙে দেয়। ২১৪ এ বাসের মালিক বাসের মধ্যে বসেই টাকা গুণ ছিলেন। তিনি কাঁচ ভাঙার খরচা চায় ৭৮ বাসের ড্রাইভার এর কাছে। তখন শুরু হয় মারামারি বাসের মালিক শুভঙ্কর দে এর মাথা ফাটিয়ে দেয় । তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় ৭৮ বাসের ড্রাইভার ও তার কুড়ি-পচিশ জন সাকরেত।এরপর শুরু হয় উভয় পক্ষের মারামারি। বাসের মালিক মারামারিতে আহত হয় তাকে বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ। যদি পুলিশ কোন ব্যবস্থা না নেয় তাহলে আগামীকাল তারা বাস বন্ধ রেখে প্রতিবাদ জানাবে। এমনটাই হুঁশিয়ারি দিলেন ২১৪ এ রুটের বাসের কর্মী ও মালিকরা।
78 রোডের বাস ও ২১৪ এ রুটের বাসের মধ্যে গতকাল রাতে রেষারেষি তারপর মারামারি ভাঙ্গা হয় গাড়ির কাজ। মাথা ফাটে বাস মালিকের এরপর ২১৪ এ রুটের বাস ইউনিয়ন তারা সিদ্ধান্ত নেয় তারা আজ বাস চালাবে না প্রতিবাদ ে দোষীদের গ্রেফতার করতে হবে এবং যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দিতে হবে। আজ সকালে খড়দহ থানার পুলিশ ও স্থানীয় প্রশাস ন মালিকদের সঙ্গে মিটিংয়ে বসে এরপর সিদ্ধান্ত নেওয়া হয় দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে ও ক্ষতিপূরণের ৭৮ বাসের মালিকদের সঙ্গে কথা বলা হবে এরপর তারা তাদের বাস চালু করল ২১৪এ রুটের।ফলে স্বাভাবিক হল সোদপুর গির্জার মোড় থেকে ধর্মতলা বাস চলাচল।