অবতক খবর,১০ নভেম্বর,জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমানঃ সোশ্যাল অডিট নিয়ে সভা অনুষ্ঠিত হলো মন্তেস্বরে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এদিনের সভায় উপস্থিত ছিলেন কালনা মহকুমা থেকে আসা ডেপুটি ম্যাজিস্ট্রেট বিধানচন্দ্র বিশ্বাস, মন্তেশ্বর ব্লকের জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আধিকারিক ও কর্মী, ভিআরপি কর্মী, সহ-শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জানা গেছে গত ১৫ দিন যাবত ভিআরপি কর্মীরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সামাজিক নিরীক্ষণ সভা করেছেন। তার জন্য পঞ্চায়েতে সংলগ্ন সভায় যে সমস্যা গুলি এখনও সমাধান হয়নি। সেই সভায় যে সমস্ত সমস্যাগুলি রয়ে গেছে সেগুলি নিয়েই মূলত এই দিনের সামাজিক নিরীক্ষা জন শুনানিতে আলোচনা হয়েছে। আবাস যোজনা, বার্ধক্য ও বিধবা ভাতা এবং ১০০ দিনের কাজ প্রভৃতি নিয়ে এদিনের সভায় আলোচনা হয়েছে।