অবতক খবর,৩০ জানুয়ারি: স্কুল-কলেজ থেকে ড্রপআউট হয়ে যাওয়া ছাত্র ছাত্রীদের মূল স্রোতে ফেরানোর দাবি নিয়ে ও করোনাকালে দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ থাকায় অনেকাংশেই ছাত্রছাত্রীরা ড্রপআউট হয়েছে। পড়াশোনার আঙিনা থেকে ছিটকে কেউ রাজমিস্ত্রির কাজ করছেন, কেউ বা সবজি বিক্রি করে দিন চালাচ্ছেন।
আগামি প্রজন্মকে কার্যত অন্ধকারে দাঁড় করাচ্ছে রাজ্য সরকার। স্কুল কলেজের দুয়ার বন্ধ রেখে মেলা-খেলা সবই বজায় রেখেছে রাজ্য সরকার।
তাই আর নয় গুগল,জুম(Google Zoom) খুলতে হবে ক্লাসরুম।
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল কলেজ খোলার দাবিতে সিপিআইএম ১,২,৩,৪ শাখার যৌথ উদ্যোগে হালিশহর ১ থেকে ৩ নং ওয়ার্ডে মিছিল সংগঠিত হলো কোভিড বিধি মেনে।