অবতক খবর,২৬ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের পুটশুরী উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে মন্তেশ্বর থানা এবং পুটশুরী SBI ব্যাংক পরিদর্শন করলেন। আজ মন্তেশ্বর পুটশুরী ঈশ্বর প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রায় ১৫ জন কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মন্তেশ্বর থানা ও পুটশুরী বাজারে SBI ব্যাংক পরিদর্শন করেন।
মূলত ছাত্রীদের বাল্যবিবাহ সেভ ড্রাইভ সেভ লাইফ, নারী নির্যাতনের বিরুদ্ধে মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন সচেতনতার শিবির করে সচেতনতার পরামর্শ দেন মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসন।
এরপরের ছাত্রীরা পুটশুড়ির SBI ব্যাংকে যায়।অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় নথি প্যান কার্ড , আধার কার্ড, অন্য কোন প্রক্রিয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়।
পুটশুরী ঈশ্বর প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শিল্পী ঘোষ জানান আজ আমরা বিদ্যালয়ের ১৫জন কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের নিয়ে মন্তেশ্বর থানা ও পুটশুরী SBI ব্যাংক পরিদর্শন করলাম। এই পরিদর্শনের পর ছাত্রীরা ভবিষ্যতে অনেক উপকৃত হবে বলে জানান তিনি। পুটশুরী ঈশ্বরপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সমাপ্তি পরামানিক বলেন এই পরিদর্শনের ফলে আমাদের অনেক অজানা বিষয়গুলি জেনে আমরা খুব উপকৃত ও সচেতন হলাম। এতে আমরা খুব উপকৃত ও সচেতন হলাম বলে জানান
কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা। আমরা খুব খুশি হইছি বলে জানান ছাত্রীরা।