অবতক খবর,ইসলামপুর,২২ অক্টোবর: স্কুলের বিতর্কিত জমি কিনে বিপাকে এক ব্যক্তি। জমির মালিকের দাবি, তিনি নিজের খাতার জমি বিক্রি করেছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার স্কুলের দান করা জমি বিক্রির অভিযোগ তুলে ধর্না ও বিক্ষোভ শুরু করেছিলেন গ্রামের মহিলারা এবং স্কুলের জমি রক্ষার স্বার্থে আন্দোলনের ডাক দিয়েছিল মহিলারা। সেই আন্দোলনে সামিল হয়েছিল স্হানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ রাহি সহ একাধিক তৃণমূলের নেতৃত্বরা।
এই ঘটনায় চাঞ্চল্য ছোরিয়ে পরে ছিল গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায়। গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের মিলন পল্লী উত্তর হাসকুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন স্বর্গীয় শ্রী অনিল ভৌমিক বলে জানান গ্রামবাসীরা। সেই বিদ্যালয়ের সামনে রয়েছে একটি মাঠ। সেই মাঠ স্কুলের মাঠ বলে পরিচিত বলে জানান গ্রাম বাসিরা। সেই দান করা জমি বিক্রি করার অভিযোগ তুলে ছিলেন স্বর্গীয় অনিল বাবুর ছেলেদের বিরুদ্ধে।
অন্যদিকে সেই জমি কিনে বিপাকে পরেছেন মুস্তাফা নামে এক ব্যক্তি। তিনি জানিয়েছেন ওই জমির দলিল ও সমস্ত কাগজ পত্র দেখে তিনি জমি কিনেছেন। কোনো স্কুলের জমি কিনেননি বলে জানান তিনি। তার পাশাপাশি ওই জমি কিনতে প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়েছে। যদি ওই টাকা তাকে ফেরত করে দিলে তিনি ওই জমি ফিরিয়ে দেবেন বলেন জানিয়েছেন। অন্যদিকে জমির মালিক সৌরুপ রঞ্জন ভৌমিকের দাবি তিনি নিজের খাতার জমি বিক্রি করেছেন।
তিনি বলেন তার ভাইয়ের চিকিৎসার জন্য তিনি স্কুলের জমি বাদ দিয়ে স্কুলের সামনে থাকা তার ১২ কাঠা জমি থেকে প্রায় আড়াই কাঠার মতন জমি বিক্রি করেছেন। এবং সমস্ত জমি বিক্রি করা টাকা তিনি ভাইয়ের চিকিৎসার পিছনে খরচ করে দিয়েছেন। সমাজ যদি ওই টাকার ব্যবস্থা করে দেন তাহলে তিনি মুস্তাফা বাবু কে টাকা ফেরত দিয়ে ওই জমি স্কুলের নামে করে দিবেন বলে জানিয়েছেন। তার পাশাপাশি এবিষয়ে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ রাহি কে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যখন সমাজের উপরে ছেরে দিয়েছে, তখন আমরা সামাজিক ভাবে বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি বলে জানিয়েছেন তিনি।