অবতক খবর :: আসানসোল :: ব্যাঙ্গালোর থেকে বিশেষ ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যাবে। আর সেই ট্রেনে যাত্রীদের পরিষেবাহীনতা নিয়ে বিক্ষোভ আসানসোল স্টেশনে। আজ সকালে ট্রেনটি আসানসোল স্টেশনে পৌঁছাতেই যাত্রীরা ট্রেন থেকে নেমে বিক্ষোভ শুরু করে।
তাদের দাবি সঠিকভাবে খাওয়ার তাদের খাবার-দাবার দেওয়া হয়নি শৌচাগার অপরিষ্কার কার্যত ব্যবহারের অযোগ্য। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে ট্রেন যাত্রীরা।
অন্যদিকে কোন সামাজিক দূরত্ব মানা হয়নি বলে অভিযোগ ট্রেনের মধ্যে প্রচুর যাত্রী নিয়ে আসার অভিযোগ উঠেছে রেলের বিরুদ্ধে। পাশাপাশি পুরুলিয়া বর্ধমান হাওড়া সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের আসানসোল স্টেশনে নামিয়ে দেয়া হয়। তাদের বাড়ি ফেরার অনিশ্চয়তা নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে যাত্রীরা। যদিও পুলিশের তরফে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।