অবতক খবর,২৯ জুলাই: রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়েছিল আজ দমদমের স্টেশন এবং স্টেশনের বাইরে রেলের জমির উপর যে সকল হকাররা রয়েছেন তাদেরকে উঠে যেতে হবে। দীর্ঘদিন ধরে হকারি করে জীবিকা নির্বাহ করা হকাররা আতঙ্কিত ছিলেন। বনগাঁ, বারাসাত, ডায়মন্ড হারবার, রানাঘাট, নদিয়া ,বিভিন্ন অঞ্চলের হকাররা আজ সমবেত হয়ে দমদমে স্টেশনে চলে আসেন।
তারা একত্রিত হয়ে স্টেশনের উপর থেকে কোন হকার উচ্ছেদ করা যাবে না এমনটাই দাবি রাখেন। হকার দের সাথে ছিলেন আইএনটিইউসি এবং আইএনটিটিইউসি এর নেতৃত্বরা। তারা আরপিএফ অফিসে যান এবং ডেপুটেশন জমা দেন।
আপাতত আজকে কোন হকার উচ্ছেদ হচ্ছে না দুদিন সময় রেলের তরফ থেকে তবে হকারদের এবং হকার ইউনিয়নের নেতৃত্বে দাবি কোনমতেই স্টেশন থেকে হকার উচ্ছেদ করা যাবে না প্রয়োজনে তারা জায়গা ছোট করবে এবং রেল তাদের থেকে একটা টোকন মানি নিয়ে লাইসেন্সের ব্যবস্থা করুন যাতে স্থায়ীভাবে তারা বিগত দিনে যেভাবে হকারি করেছেন আগামী দিনেও তারা করতে পারেন। কিন্তু জোরজবস্তি করে হকার উচ্ছেদ হলে তার পরিণাম ভয়ংকর হবে।।