কল্যাণ দত্ত :: অবতক খবর :: বর্ধমান :: চিরাচরিত চাষের বদলে ঝুকি নিয়ে সব্জি, ফুল, ফল চাষে ঝুকেছিলেন পূর্ববর্ধমান জেলার নন্দন পুরের গুণধর সাহানা। টানা লকডাউন এ মাথায় হাত পড়েছে তার। গতানুগতিক ধান, আলু চাষের পাশাপাশি বিকল্প হিসাবে ফুল ও ফল চাষে ও উৎসাহিত করতেন তিনি।
বহু চাষীও সারা দেয় তার ডাকে। কিন্তু নভেল করোনা ভাইরাস প্রতিরোধ এ যে লকডাউন পদ্ধতি জারি আছে, তাতে করে নার্সারির উৎপাদিত কোনো ফুল, ফল বাজারজাত করা যাচ্ছে না। গাছের ফুল গাছেই নষ্ট হয়ে যাচ্ছে।