নিজস্বসংবাদদাতা ::অবতক খবর ::কলকাতা ::৪ঠা ডিসেম্বের ::নজিরবিহীন ভাবে দু’দিনের জন্য স্থগিত করা হলো বিধানসভার অধিবেশন। এই নিয়ে এবার সরব হলেন বিরোধীরা।
বিধানসভা থেকে কয়েকটি বিল যায় রাজভবনে। সেই বিল সই হয়ে আসেনি বলে অভিযোগ উঠেছে। আর বিল না আসায় অধিবেশন স্থগিত করা হয়েছে । যে কারণে বুধ ও বৃহস্পতিবার রাজ্য সভার অধিবেশন বন্ধ রাখা হয়।
এরপরেই অধিবেশন বন্ধ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন সুজন চক্রবর্তী। সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন করেন, এটা হাউস চলছে নাকি গোয়ালঘর? তিনি বলেন, বিল পাওয়া না গেলেও বিধানসভা বন্ধ হওয়ার কথা না। তিনি একে নজির বিহীন দাবি দেন।