স্বাধীনতার প্লাটিনাম জুবিলীঃ ছড়িয়ে ছড়া লিখলেন কবি- সাংবাদিক তমাল সাহা
১)ফ্যাসিস্ট অধ্যাপক
স্বাধীনতার প্লাটিনাম জুবিলী
ঘুম ভেঙে গেল ভোরে।
পথে বেরিয়ে দেখি ফ্যাসিবাদী অধ্যাপকরা মুচির কাজ করে! মানুষের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো গড়ে!
২) মৌচাক
দেশ বেচে জনকোষ ফাঁক।
ঘর নেই
ঘরে ঘরে তিরঙ্গা উড়াক! হাঁটুভাঙ্গা জননী আমার, নেতাদের ঘরে মধু-মৌচাক!
৩) সোচ্চার
প্লাটিনাম জুবিলীতে সোচ্চারে বলো
প্রজন্মকে পথে বসালো কারা
তাদের দিকে আঙুল তোলো।
৪) মহাচোর
দেশ বেচছে কারা
চোর চোর মহাচোর!
কলঙ্কিত কেন স্বাধীনতা
৭৫ বছরের ভোর?
৫) লজ্জা
দলবদলু নেতারা বহুরঙা
তাদের হাতে লজ্জা পায় তেরঙ্গা
৬) তিরঙ্গা মার
তৃতীয় শ্রেণীর দলিত ছাত্র রাজস্থানে
জলপাত্র ছুঁয়েছিল, মরে গেল
মাস্টারমশাইয়ের মারে।
৭৫ বছরের তিরঙ্গা পতাকা উজ্জ্বল ভোরে
পত পত ওড়ে হর ঘরে ঘরে!