অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :-   হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ।স্পেশ্যাল ট্রেনে উঠতে না দেওয়ায় ক্ষোভ , কাজ করতে আসা স্বাস্থ্যকর্মীদের।।হাওড়া স্টেশনে পুরানো কমপ্লেক্সে ঢোকার মুখে তাদের আটকে দেয় জি আর পি ও আর পি এফ।

তারা যেহেতু জরুরি পরিষেবার সাথে যুক্ত তাই তারা এরপরই ক্ষোভে ফেটে পড়েন তারা।তারা দাবি তোলেন তাদের ট্রেনে উঠতে দেওয়া হোক।দীর্ঘদিন তারা সামনের সারিতে দাঁড়িয়ে করোনার জন্য লড়াই করছেন।

তাদের আরো দাবি অন্যান্য রাজ্যে স্বাস্থ্যকর্মী দেরকেও যাতায়াতের জন্য রেলের এই ধরণের বিশেষ পরিষেবা চালু আছে।তাদের লোকাল ট্রেনের মান্থলি রয়েছে।কিন্তু ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না।বাসে এলে অনেক টাকা ভাড়া চলে যাচ্ছে।

এই অবস্থায় তারা লিখিত আবেদন করেছেন রেল কর্তৃপক্ষের কাছে।কিন্ত কোনো লাভ হয়নি। আজকে তারা যখন ট্রেনে উঠতে যায় , তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।

এরপরই তারা বচসায় জড়িয়ে পড়েন রেলের কর্মীদের সাথে। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ , তাদের উপরে রেল পুলিশ লাঠি চালায়। সেই লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হয়। বিনা প্ররোচনায় কেন এই ধরণের আচরণ রেল পুলিশের সেই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করতে চায়নি রেল কর্তৃপক্ষ।