অবতক খবর,৩ জানুয়ারি,বাঁকুড়া:- স্বাস্থ্য দপ্তরের বিধি-নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মাস্ক না পড়ে অবাধ বিচরণ বিষ্ণুপুরের চকবাজার মার্কেটে ।
কিছু মানুষ মাস্ক পড়ে এসেছেন তবে অধিকাংশের মুখেই নেই মাস্ক ক্রেতা থেকে বিক্রেতা সকলেই স্বাস্থ্য দপ্তরের বিধি-নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সকাল থেকেই ভিড় জমিয়েছেন বিষ্ণুপুরের চকবাজারে । সোমবার সকালে এই দায়িত্বজ্ঞানহীনতার চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় । কি কারণে তারা মাস্ক পড়েনি সংবাদমাধ্যম জানতে চাইলে তারা নানান অজুহাত দিচ্ছেন কেউ আবার সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে মুখ ঢাকতে ব্যস্ত ।
গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সোমবার থেকে রাজ্যে আংশিক বিধি-নিষেধ চালু হবে বেশকিছু গাইডলাইনও বেঁধে দেয়া হয়েছে তারমধ্যে উল্ল্যেখযোগ্য রাস্তাঘাটে বা বাজারে বেরোলে তার মাস্ক বাধ্যতামূলক । কিন্তু একশ্রেণীর সবজান্তা মানুষ সকাল থেকেই মাস্ক না পরিধান করে বাজার ঘাট করতেই বেরিয়েছেন।
অন্যদিকে সকাল থেকে বিষ্ণুপুর থানা পুলিশ নজর রাখছেন বিষ্ণুপুরের বিভিন্ন প্রান্তে ।