অবতক খবর, বর্ধমানঃ স্বাস্থ্য দফতরের অনুমতি ছাড়াই চলছিল করোনা ভাইরাসের প্রতিষেধকের নামে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো। পুলিশ গিয়ে সেই শিবির বন্ধ করে।
শুক্রবার সকাল থেকে হীরাপুর থানার ৮ নম্বর বস্তি এলাকায় একটি শিবির করে ওষুধ খাওয়ানো হচ্ছিল। যারা খাওয়াচ্ছিলেন তাদের দাবি, এই ওষুধ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা যাবে।
এই প্রচার হতেই দলে দলে বাসিন্দারা চলে আসেন ওষুধ খেতে, লাইন পড়ে যায়। প্রায় ১৫০০ বাসিন্দা এই ওষুধ খান। খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ আসে। স্বাস্থ্য দফতরের কোনও অনুমতি না থাকায় শেষ পর্যন্ত শিবির বন্ধ করে দেয় পুলিশ।