অবতক খবর ,সানোয়ার হোসেন , দক্ষিণ ২৪ পরগনা :- আবার স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে মায়ের চিকিৎসা করাতে পারল কুলপি ব্লকের ঢোলা গ্রাম পঞ্চায়েতের নাকালি গ্রামের বাসিন্দার।
ঢোলা গ্রাম পঞ্চায়েতের নাকালির বাসিন্দার শিখা মন্ডল (৫৮) দীর্ঘ কিছুদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন।
শিখা দেবীর সন্তান সম্রাট মন্ডল স্বাস্থ্য সাথী কার্ড না থাকার কারণে মায়ের ঠিকমতো চিকিৎসা করতে পারছিলেন না। স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য শিখা দেবীর সন্তান ঢোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবিয়া বেগম এর দ্বারস্থ হন।
ঢোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েতের কর্মীদেরকে নিয়ে বাড়িতে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য ছবি তোলার ব্যবস্থা করেন এবং শিখা দেবীর হাতে স্বাস্থ্য সাথী কার্ড তুলে দিয়ে বলেন চিকিৎসার জন্য সমস্যায় পড়তে হবে না।
স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে খুবই খুশি এই পরিবার এবং ঢোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানায় ।