অবতক খবর :: নদীয়া :: বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সবুজ মাঠে বল নিয়ে লড়াই কমেছে অনেকটা। কিন্তু আবেগের ঘাটতি হয়নি এতোটুকুও। ১৯২০ সাল থেকে হাজারো টুকরো স্মৃতি ঘর থেকে মাঠের লড়াইয়ে টেনে আনে ষাটোর্ধ্ব পৌঢ় কেও। ট্রেনে বাসে এখনো ঘটি বাঙাল, ইলিশ চিংড়ি, এমনকি সবুজ-মেরুন লাল হলুদ রং নিয়েও ঠান্ডা লড়াই চলবে জন্ম-জন্মান্তর।
রাণাঘাটে আজ ১ লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে , রাণাঘাট ইস্টবেঙ্গল পরিবারের পক্ষ থেকে , রাণাঘাট নাসড়া হাই স্কুল মাঠে ক্লাবের পতাকা উত্তোলন করা হলো ক্লাবের পতাকা উত্তোলন করেন দলের বর্ষীয়ান বিশেষভাবে সক্ষম সদস্য সুজিত দে ।
১০১ তম এই জন্মদিনে সকলে মিলে কেক কেটে ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালন করলেন অন্যান্য সদস্যরাও, তবে করোনা পরিস্থিতিতে, পারস্পরিক দূরত্ব সহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিধিনিষেধ মেনেই পালিত হলো গোটা অনুষ্ঠান ।