অবতক খবর,২৩ জুলাই,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃমন্তেশ্বর ভ্যালেন্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় মন্তেশ্বর নিউ এলাহি ভরসা ক্লাবের উদ্যোগের মন্তেশ্বর নিম্ন বুনিয়াদ বিদ্যালয়ের প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
উদ্যোক্তা জানান জেলার ব্লাড ব্যাংক গুলিতে যে রক্ত সংকট দেখা দিয়েছে, ও মুমূর্ষ্ রুগীদের সাহায্য করার জন্য এই রক্ত দান শিবির অনুষ্ঠিত করা হয়। রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েতের উপপ্রধান রফিকুল ইসলাম, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সদস্য সব্যসাচী চক্রবর্তী, অতনু সামন্ত সহ এলাকার বিশিষ্ট জনেরা। রক্তদান শিবিরের উদ্যোক্তারা রাজিব মুখার্জি, নাসিরউদ্দিন মল্লিকরা জানান সম্প্রীতির বার্তা বহন করে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মহিলা সহ মানুষজন মিলিত হয়ে ৫০জন স্বেচ্ছায় রক্ত দান করেন। বর্ধমান শহীদ শিবশঙ্কর সেবা সমিতি
ব্লাড ব্যাংকের হাতে এই রক্তগুলি তুলে দেওয়া হয়, যাতে থ্যালাসিমা আক্রান্ত রুগীরা সহ অন্যান্য মুমূর্ষ রোগীদের যাতে উপকার হয় সেই জন্য স্বেচ্ছায় রক্ত দান শিবির করা হয়। রক্তদাতাদের উৎসাহ করার জন্য তাদের হাতে একটি গোলাপ ফুল তুলে দেওয়া হয়। উদ্যোক্তারা আরো জানান ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দিয়ে এলাকার থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীরা সহ অন্যান্য মুমূর্ষ রুগীরা যেন রক্তের অভাব নাহয় সেই জন্য রক্তদান শিবির।