অবতক খবর , শিলিগুড়ি : হচ্ছে না ক্লাস। সমস্যায় শিলিগুড়ির সাধারণ ছাত্রছাত্রীরা। অনলাইনে ক্লাস হচ্ছে কিন্তুু তাতে সাধারণ ছাত্রছাত্রীরা কি করতে পারবেন? একেকটি মোবাইলের দাম দশ থেকে পনেরো হাজারের মত, কোথা থেকে কিনবে তারা?বাধ্য হয়েই বইখাতাকে তুলে রাখতে বাধ্য হয়েছেন তারা।
শিলিগুড়ির একটি হাই ইষ্কুলের এক শিক্ষকের কথা আমাদের ইষ্কুলে এখনো ৭০% গরীব। তারা কি করে কিনবেন মোবাইল কিভাবে চালাবেন পড়াশোনা? এই উত্তর নেই কারো কাছেই। শিলিগুড়ির বেশীরভাগ ইষ্কুলের পরিকাঠামোই পুরানো, কি করে এগোবে এইসব ইষ্কুল? এই কথাই আপাতত সবার মুখে মুখে।