অবতক খবর,৮ ফেব্রুয়ারি,বাঁকুড়া:-মঙ্গলবার সাতসকালে জয়পুর রেঞ্জের কোদালবাঁধি গ্রাম থেকে একটি হরিণ শাবক উদ্ধার করল স্থানীয় বনদফতরের কর্মীরা। স্থানীয় সুত্রে জানা গেছে গতকাল রাতে জয়পুর জঙ্গল থেকে একটি হরিনের পাল স্থানীয় জঙ্গল লাগোয়া কোদালবাঁধি গ্রামে ঢুকে পড়ে।
হরিনের দল বেরিয়ে গেলেও গ্রামে রয়ে যায় একটি হরিন শাবক। গ্রামের মধ্যে হরিন শাবকটি ঘোরাঘুরি শুরু করে। স্থানীয় মানুষ হরিন শাবকটিকে দেখতে পেয়ে জয়পুর রেঞ্জ অফিসে খবর দিলে বনদফতরের লোকজন এসে হরিন শাবকটিকে উদ্ধার করে। এই মুহুর্তে হরিন শাবকটি জয়পুর রেঞ্জ অফিসে রয়েছে সেখানে তার শারিরীক পরীক্ষা করা হচ্ছে।।
তবে হরিনের পাল কিভাবে লোকালয়ে ঢুকে পড়েছিল তা খতিয়ে দেখছে বনদফতর। মনে করা হচ্ছে খাবারের সন্ধানে হরিনের পালটি ওই গ্রামে ঢুকে পড়েছিল। সেখানেই আটকে পড়ে প্রায় ৩ মাসের হরিন শাবকটি। তবে হরিনটি সুস্থ রয়েছে রাতেই জঙ্গলে ছাড়ার পরিকল্পনা রয়েছে জয়পুর রেঞ্জ অফিসের আধিকারিকদের।