সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: ২৬ মে :: দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ (গৌতমবুদ্ধ নগর) বিভিন্ন রাজ্য থেকে ছ’খানা ট্যুরিষ্ট বাস আজ সকালে এসে পৌঁছুলো শীতলকুচিতে। এই গাড়িগুলিতে কোচবিহার জেলার সিতাই ও শীতলকুচি ব্লকের পরিযায়ী শ্রমিকগণ বাড়ি ফিরছেন।
শীতলকুচি হাসপাতালের সামনে গাড়িগুলিকে দাঁড় করিয়ে শ্রমিকদের নামিয়ে নিলেন পুলিশ প্রশাসন। এরপর পরিযায়ীদের শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হলো হাসপাতালে। সেখানে থার্মাল টেষ্টিং করে শ্রমিকদের ইনষ্টিটিউশনাল কোয়ারাইনটানে পাটিয়ে দেওয়া হবে। কোয়ারাইনটানে শ্রমিকরা ১৪দিন থাকার পর সুস্থ থাকলে তাদের বাড়িতে যাবার অনুমতি মিলবে বলে হাসপাতাল সূত্রে জানা গেল।
আগামী ৩১মে শেষ হবে চতুর্থ দফার লকডাউন। পরবর্তীকালে কি হবে সিদ্ধান্ত নেবে সরকার। ইতিমধ্যে ভীন রাজ্য থেকে পরিযায়ীরা এলাকায় ঢুকে যাওয়ায় চিন্তায় পড়েছে এলাকাবাসী। বাজারের দোকান খামারে লোকের ভীড় দেখলে গাঁ শিউরে উঠে। বিশেষ করে ইটভাটা থেকে শ্রমিকরা ঘরে ফিরে আসায় ভীড় বেড়ে গেছে হাট বাজারে । বাড়ির মানুষ বাড়িতে তো ফিরবেই, ওতে ওদের দোষ কোথায়। সতর্ক থাকতে হবে আমাদের।